তীব্র তাপমাত্রার কারণে লন্ডনের বেশ কয়েকটি দালানে আগুন লেগে যায়

অনলাইন ডেস্ক, ২১ জুলাই।। তাপমাত্রার এতটা তেজ এর আগে কখনো দেখেনি শীতপ্রধান দেশ ব্রিটেন। রাজধানী লন্ডনে আগুনে পুড়েছে অনেক ঘরবাড়ি। দাবদাহ থেকে বাঁচার জন্য সাঁতার কাটতে গিয়ে মারা গেছেন অন্তত ১৩ জন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বুধবারই (২০ জুলাই) সবচেয়ে ব্যস্ত সময় পার করেছে লন্ডন ফায়ার ব্রিগেড।

তীব্র তাপমাত্রার কারণে লন্ডনের বেশ কয়েকটি দালানে আগুন লেগে যায়। ঘটেছে বিস্ফোরণের ঘটনাও। এমনকি লন্ডনের রেললাইনের পাশের ঘাসেও আগুন লেগে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটেছে। দাবদাহের কারণে সৃষ্ট অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল বাহিনীকে। লন্ডনের মেয়র সাদিক খান বলেন, আমরা ভীষণ চিন্তিত।

একটি সাধারণ দিনে, লন্ডন ফায়ার ব্রিগেড প্রথম ফায়ার ইঞ্জিন ছয় মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। অথচ এখন গড়ে প্রথম ফায়ার ইঞ্জিন যেখানে আগুন লাগে সেখানে পৌঁছাতে ২০ মিনিটেরও বেশি সময় নেয়। এতেই বোঝা যায় যে, ফায়ার ব্রিগেড কতটা চাপের মধ্যে রয়েছে, পরিস্থিত কতটা খারাপ।

চলতি বছর দেশটির ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) দিনের শুরুতেই প্রথমবারের মতো দেশটিতে তাপমাত্রা ৪০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। লন্ডনের হিথ্রো বিমান বন্দর এলাকায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এ কারণে সর্বোচ্চ রেড এলার্ট জারি হয় ব্রিটেনে।

বুধবার ব্রিটিশ মন্ত্রী কিট ম্যালথাস দেশটির পার্লামেন্টে বলেন, শুধু লন্ডনেই অগ্নিকাণ্ডে অন্তত ৪১ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। লন্ডনের বাইরে ব্রিটেনের বিভিন্ন স্থানে আরও এক ডজনেরও বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। গরম থেকে বাঁচতে সাঁতার কাটতে গিয়ে মারা গেছেন অন্তত ১৩ জন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?