অনলাইন ডেস্ক, ১৯ জুলাই।। শ্রীলঙ্কার প্রধান বিরোধী দলের নেতা সাজিথ প্রেসিডেন্ট পদের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সমর্থন দিয়ে মঙ্গলবার প্রেমাদাসা নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন।
টুইটারে এক বার্তায় প্রেমাদাসা বলেন, ‘আমি আমার দেশকে ভালোবাসি এবং জনগণকে লালন করি। আমার দেশের অধিকতর ভালোর জন্য আমি প্রেসিডেন্টের পদের জন্য আমার প্রার্থিতা প্রত্যাহার করছি।
’‘তার দল (এসজেবি শ্রীলঙ্কা), আমাদের জোট এবং আমাদের বিরোধী অংশীদাররা দুল্লাস আলাহাপেরুমাকে বিজয়ী করার জন্য কঠোর পরিশ্রম করবে,’ যোগ করেন তিনি। দেশটির আইনপ্রণেতারা ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবেন।