স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ জুলাই।।হরিয়ানার বাসিন্দা যশপাল সিং কাজের সুবাদে আমবাসায় থাকেন। তিনি বোরিং মেশিনের মালিক। বিভিন্ন কোম্পানির মাধ্যমে কাজ করান।
তিনি কোন কাজে আগরতলায় এসেছেন। নন্দনগর পাইপ কোম্পানির সামনে রবিবার সকালে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তার শ্যালক ঘটনার খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে আসেন।
তিনি জানতে পারেন যশপাল মারা গেছেন। কিন্তু কিভাবে তিনি মারা গেলেন তা এখনও স্পষ্ট নয়। শরীরের আঘাত দেখে সন্দেহ করা হয় যান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর করেছে এবং একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। যশপালের মৃত্যুর ঘটনায় আমবাসায় শোকের ছায়া নেমে এসেছে।