স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১৭ জুলাই।। রবিবার মাতাবাড়ি নারায়ণ দে’র দোকানে বসা হস্তরেখা বিশেষজ্ঞ আলী খানকে আটক করে স্থানীয়রা।
তাদের অভিযোগ মাত্র ২০০ টাকা দিয়ে সব সমস্যার সমাধান করে দেওয়ার দাবি করা আলী খানের কাছে কোনও ধরণের শংসাপত্র নেই। পরে পুলিশ এসে আলী খানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
পুলিশ ঘটনাস্থলে আসার পর আলী খান বিশালগড়ের জনৈক পুলিশ অফিসার দেবাশিসবাবুকে ফোন করেন। এখন প্রশ্ন উঠছে ওই জনৈক পুলিশ অফিসারের সাথে আলী খানের কি সম্পর্ক ?
প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের তান্ত্রিক বাবাদের জারিজুরি চলছে। বিভিন্ন হোটেলে তারা আখড়া গড়ে তুলে জনগণের পকেট ফাঁকা করে দিচ্ছে।