যাত্রীবাহী ইন্ডিগো বিমানের যান্ত্রিক গোলযোগে করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ

অনলাইন ডেস্ক, ১৭ জুলাই।। শারজা থেকে হায়দরাবাদগামী একটি যাত্রীবাহী ইন্ডিগো বিমানের যান্ত্রিক গোলযোগে করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়েছে বলে জানা গিয়েছে।

এই নিয়ে গত দু’সপ্তাহে দ্বিতীয় কোনও ভারতীয় উড়ান সংস্থার বিমান জরুরি অবতরণ করল করাচির বিমানবন্দরে। পরে ইন্ডিগোর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, বিমান পাঠিয়ে করাচি থেকে যাত্রীদের হায়দরাবাদ নিয়ে আসা হবে। বিমানে যান্ত্রিক গোলযোগের বিষয়টি টের পান পাইলট।

এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগের পর তিনি বিমানটি ঘুরিয়ে করাচি নিয়ে যান। বিবৃতিতে ইন্ডিগো জানায়, সতর্কতামূলকব্যবস্থা হিসেবে বিমানটিকে করাচি নিয়ে যাওয়া হয়েছে। করাচিতে আর একটি বিমান পাঠিয়ে যাত্রীদের হায়দরাবাদ নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ৫ জুলাই স্পাইস জেটের একটি বিমানে যান্ত্রিক গোলযোগের কারণে করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা হয়। দুবাই থেকে স্পাইস জেটের বি৭৩৭ বোয়িং বিমানটি যাত্রীদের নিয়ে দিল্লি নামার কথা ছিল৷

কিন্তু মাঝ আকাশে বিমানে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ায় পাইলট নিরাপদে বিমানটিকে করাচি বিমানবন্দরে অবতরণ করেন। পরে অন্য এক বিমানে যাত্রীদের দিল্লি ফিরিয়ে আনা হয়।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?