অনলাইন ডেস্ক, ১৭ জুলাই।। অবিরাম বৃষ্টি হয়ে চলেছে দক্ষিণ গুজরাত এবং সৌরাষ্ট্র অঞ্চলে। স্বভাবতই বিপর্যস্ত জনজীবন ৷ রাস্তাঘাট ডুবেছে জলে, এমনকী ভাসছে জাতীয় সড়কও।
ভাপি-সিলভাসা জাতীয় সড়ক-৪৮ একের পর এক গর্তে ভর্তি। ভারী বর্ষায় সেগুলিতেও জল জমে রয়েছে। কমপক্ষে ১৩০০ জনকে বৃষ্টি বিধ্বস্ত গুজরাত থেকে উদ্ধার করা হয়েছে।
এর মধ্যে শনিবারই ৮১১ জনকে নাভসারি জেলা থেকে বের করে আনা হয়েছে।উপকূলরক্ষীবাহিনী, এনডিআরএফ এবং স্থানীয়রা একসঙ্গে রাতভর কাজ করেছেন ৷ নাভসারিতে এখনও এনডিআরএফ এবং এসডিআরএফ দল রয়েছে ৷
‘অপারেশন নির্মায়া’-র অধীনে ছ’টি জেসিবি মেশিন-সহ সুরাত পৌরনিগমের ২০০ জন কর্মীকে নামানো হয়েছে ৷ পাশাপাশি ৫টি জল বের করার পাম্প, টিপার ট্রাক, ৪৭টি গলফ মেশিন আরও অনেক ব্যবস্থা নিয়েছে প্রশাসন ৷ বন্যার জল থেকে কোনও রকম রোগ যাতে না ছড়ায় তারও ব্যবস্থা করা হয়েছে ৷
নাভাসারির ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ৪০টি স্বাস্থ্যকর্মীদের দল পাঠানো হয়েছে ৷ ১৪,৯০০ জনকে বন্যা বিধ্বস্ত এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷