স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ জুলাই।। রবিবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯০ জনে। মৃত্যু ১ জনের। এর মধ্যে পশ্চিম জেলায় ১৫৭ জন, সিপাহীজলা জেলায় ৩৩ জন, খোয়াই জেলায় ১২ জন, গোমতী জেলায় ২৬, ধলাই ১৫ জন, উত্তর ত্রিপুরায় ২১ জন, দক্ষিণ ত্রিপুরায় ২০ এবং ঊনকোটি জেলায় ০৬ জনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছে।
এদিকে, দেশে ফের একদিনে করোনার কবলে ২০ হাজারের বেশি মানুষ। এই নিয়ে পরপর চারদিন দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজারের বেশি।
শেষ চারদিনেই ৮০ হাজারের বেশি মানুষ এই মারণ ভাইরাসের কবলে পড়েছেন। সেই সঙ্গে পজিটিভিটি রেট এবং অ্যাকটিভ কেসও চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫২৮ জন।
যা আগের দিনের থেকে কিছুটা বেশি। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ১ লক্ষ ৪৩ হাজার ৪৪৯ জন। যা গতকালের থেকে ২ হাজার ৬৮৯ জন বেশি। দেশের অ্যাকটিভ কেস ০.৩৩ শতাংশ। সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্যগুলির মধ্যে রয়েছে কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র এবং বাংলা।
রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৯ জন। এই সংখ্যাটা কমবেশি আগের দিনের মতোই। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৭০৯ জন। করোনার দৈনিক আক্রান্ত চিন্তা বাড়ালেও সুস্থতার হার খানিকটা স্বস্তির।
পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩০ লক্ষ ৮১ হাজার ৪৪১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৭ হাজার ৭৭০ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৪৭ শতাংশ।