মার্কিন ডলারের সাপেক্ষে টাকার দামের সর্বোচ্চ পতন হতেই রাজনৈতিক তরজা

অনলাইন ডেস্ক, ১৬ জুলাই।। বিশ্ববাজারে ক্রমশ পড়ছে টাকার মূল্য।বিগত বেশ কিছুদিন ধরেই মার্কিন ডলারের থেকে কমছে টাকার দাম।  এক মার্কিন ডলার সমান ৮০ টাকা। যা সর্বকালীন পতন। মার্কিন ডলারের সাপেক্ষে টাকার দামের সর্বোচ্চ পতন হতেই শীর্ষ রাহুল গান্ধি, পি চিদাম্বরমের মত শীর্ষ কংগ্রেস নেতারা ট্যুইটে বিধেছেন মোদি সরকারকে। শনিবারের দাম হচ্ছে  ১ মার্কিন ডলার= ৭৯ টাকা ৭২ পয়সা।

এমতাবস্থায় কংগ্রেস নেতারা ২০১৩  সালে নরেন্দ্র মোদির করা একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। যেসময় তৎকালীন বিরোধী নেতা মোদি  ইউপিএ সরকারকে কটাক্ষ করে ট্যুইট করেন এ যেন প্রতিযোগীতা চলছে কে আগে মুখ থুবড়ে পড়বে টাকার দাম না ইউপিএ সরকার। সাংসদ তথা কংগ্রেস  নেতা  রাহুল গান্ধি ডলারের সাপেক্ষে টাকার এই পতনকে অমৃতকাল বলে উল্লেখ করেছেন।

রাহুল আরও  বলেছেন ইউপিএ সরকারের আমলে যখন টাকার দাম মার্কিন ডলারের সাপেক্ষে ৫০ বা ৬০ টাকা ছিল তখন বিরোধি বিজেপির দাবি  ছিল ভারত সংকটে এবং টাকা আইসিইউতে রয়েছে। আজ কি বলবে ক্ষমতায় থাকা বিজেপি। ভারত তো এখন আত্মনির্ভর। ৮০ টাকার ছোঁয়ার মূহুর্ত যেন অমৃতকালের দাবি করছে।

অন্যদিকে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা শীর্ষ কংগ্রেস নেতা পি চিদাম্বরম বলেছেন ইউপিএ সরকারের আমলে টাকার দাম ডলারের সাপেক্ষে যেমন ৬৯ টাকা হয়েছিল তেমন তা ৫৮ টাকাতেও নেমে এসেছিল। অর্থনৈতিক বিশেষজ্ঞদের দাবি টাকার এই পতন নিঃসন্দেহে বিজেপি সরকারের ওপরে চাপ বাড়িয়েছে।

যদিও কেন্দ্রের দাবি সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং বিশ্ববাজারের অস্থিরতাই এই অবস্থার জন্য দায়ি। বিশেষজ্ঞদের আশংকা টাকার এই পতনের ফলে অশোধিত তেল, কয়লা, লোহা, স্টিল,ইলেকট্রিক পণ্যের আমদানি খরচ বাড়বে। বাড়বে মুদ্রাস্ফীতিও ।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?