অনলাইন ডেস্ক, ১৬ জুলাই।। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সঙ্গে বৈঠকের সময় সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার বিষয়টি উত্থাপন করেছেন।
চার দিনের মধ্যপ্রাচ্য সফরের তৃতীয়দিন শুক্রবার সৌদি আরবে পৌঁছান বাইডেন। সফরের প্রথম দিনে গত বুধবার ইসরায়েল যান তিনি। এর আগে মানবাধিকার রেকর্ডের কারণে ‘অস্পশ্য রাষ্ট্রে’ পরিণত করার প্রতিশ্রুতি দিলেও এখন সম্পর্ক পুনর্গঠনের জন্য সৌদি আরবে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
তিনি স্পষ্ট করে বলেছেন, ২০১৮ সালের হত্যাকাণ্ডটি ‘আমার ও যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ’। আরও বলেন, দুই দেশ অন্যান্য বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। বৈঠক শেষে বাইডেন জানান, সৌদি যুবরাজ খাশোগি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন ও দায়ীদের জবাবদিহির জন্য আটক করেছেন বলে উল্লেখ করেন।
বাইডেন ও এমবিএস সাক্ষাতে পরষ্পরের মুষ্টিতে মুষ্টি স্পর্শ করেন আর বাদশা সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে করমর্দন করেন। সাংবাদিকদের বাইডেন বলেন, ‘বৈঠকের শুরুতেই আমি খাশোগি হত্যাকাণ্ডের কথা তুলেছি, ওই সময় এ বিষয়ে আমি কী ভাবতাম আর এখন কী ভাবি তা পরিষ্কার করেছি।
আরও বলেন, ‘আমি সোজাসাপটা ও সরাসরি বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমি আমার দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে দিয়েছি। আমি অত্যন্ত সোজাসাপটাভাবে বলেছি, মানবাধিকারের একটি ইস্যুতে একজন আমেরিকান প্রেসিডেন্টের নিশ্চুপ থাকাটা অসংগতিপূর্ণ। ’