স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ জুলাই।। রাজ্যে শিক্ষক সংকটের পরিস্থিতি আরও একবার প্রকাশ্যে এল শনিবার। শিক্ষক সংকটের মধ্যে শিক্ষকের বদলির প্রতিবাদে অভিভাবকরা রাস্তা অবরোধ করে।
অভিভাবকরা রাজধানী শহর আগরতলার প্রাণকেন্দ্রে উমাকান্ত বাংলা মিডিয়াম স্কুলে অন্তত নয়জন নতুন শিক্ষক নিয়োগের দাবি তুলেছেন। শিক্ষকের বদলির প্রতিবাদে উমাকান্ত বাংলা মিডিয়াম স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা রাস্তা অবরোধ করায় শনিবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার গাড়িটিকে সচিবালয়ে যাওয়ার রুট বদলাতে হয়েে।
আন্দোলনরত অভিভাবকদের মতে, উমাকান্ত বাংলা মিডিয়াম স্কুলে মাত্র নয়জন শিক্ষক রয়েছে এবং শূন্যতা দূর করতে অন্তত আরও নয়জন শিক্ষকের প্রয়োজন।অভিভাবকরা জানান, শিক্ষক স্বল্পতার কারণে প্রায়ই দুইটি ক্লাস ক্লাব করা হয়। এ অবস্থায় সবচেয়ে সক্রিয় শিক্ষক ঝলক দে-র বদলি গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন অভিভাবকরা।
উমাকান্ত বাংলস মিডিয়াম স্কুলের ছাত্রের বিক্ষুব্ধ মা বলেন, “শুধু ঝলক স্যার নয়, কোনো শিক্ষককে বদলি না করে স্কুলে অতিরিক্ত নয়জন শিক্ষকের প্রয়োজন। ঝলক স্যার সব ম্যানেজ করছেন এবং ছাত্ররাও তার কথা মানছে। তাকে ছাড়া বিদ্যালয়টি ধ্বংস হয়ে যাবে।” পুলিশ ক্ষুব্ধ অভিভাবকদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও আন্দোলনকারীরা অবরোধ তুলে নিতে অস্বীকৃতি জানায় এবং বিক্ষোভ অব্যাহত রাখে।
পরে এক দিনের আল্টিমেটাম দেওয়ার পর শিক্ষক ঝলক দে-র ধর্মনগরে বদলি বাতিল না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে অভিভাবকরা অবরোধ তুলে নেন।