একদিনে রাজ্যে করোনা আক্রান্ত ২৬০ জন, পশ্চিম জেলায় ১৩৯

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ জুলাই।। শনিবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬০ জনে। এর মধ্যে পশ্চিম জেলায় ১৩৯ জন, সিপাহীজলা জেলায় ২৬ জন, খোয়াই জেলায় ১০ জন, গোমতী জেলায় ২৬, ধলাই ০৯ জন, উত্তর ত্রিপুরায় ১২ জন, দক্ষিণ ত্রিপুরায় ৩৩ এবং ঊনকোটি জেলায় ০৫ জনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছে।

ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ২০-হাজারের ঊর্ধ্বেই রয়েছে, ফের বাড়ল মৃত্যু সংখ্যাও। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ০৪৪ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৫৬ জনের। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১.৪০-লক্ষের গণ্ডি অতিক্রম করেছে। বাড়ছে সংক্রমণের হারও।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ০৪৪ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১ লক্ষ ৪০ হাজার ৭৬০-তে পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ১,৬৮৭ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৩২ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে।

বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ২২ লক্ষ ৯৩ হাজার ৬২৭ জন প্রাপক, ফলে ভারতে শনিবার সকাল আটটা পর্যন্ত ১,৯৯,৭১,৬১,৪৩৮ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৫৬ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৫,৬৬০ জন (১.২০ শতাংশ)।

শুক্রবার সারা দিনে ভারতে সুস্থ হয়েছেন ১৮,৩০১ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩০,৬৩,৬৫১ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৪৮ শতাংশ। ভারতে দৈনিক সংক্রমণের হার বেড়ে ৪.৮০ শতাংশে পৌঁছেছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?