অনলাইন ডেস্ক, ১৪ জুলাই।। অভিনেত্রী রিয়া চক্রবর্তীর পিছু ছাড়ছে না মাদক-কলঙ্ক। তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত নতুন মামলা দায়ের করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। সংবাদমাধ্যম জানায়, বুধবার প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে যোগ থাকা একটি মাদক মামলায় রিয়াকে অভিযুক্ত করেছে এনসিবি।
‘চেহারা’ নায়িকার বিরুদ্ধে গাঁজা কেনার অভিযোগ আনা হয়েছে। রিয়া-সহ আরও ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে। এই মামলায় রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীরও নাম রয়েছে। এনসিবি সূত্রে জানা যায়, সুশান্তকে অনেকবার গাঁজা সরবরাহ করেন বলে রিয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
গাঁজা কেনাবেচার জন্য অনেক টাকা আদানপ্রদানের অভিযোগও রয়েছে রিয়ার বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হলে রিয়া চক্রবর্তীকে ১০ বছরের বেশি জেল হতে পারে। এর আগে রিয়াকে ২০২০ সালের সেপ্টেম্বরে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। এর প্রায় এক মাস পরে তাকে জামিন দেয় বোম্বে হাইকোর্ট।
২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে অভিনেতা সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এর পরই প্রয়াত অভিনেতার সঙ্গে মাদক যোগের তদন্তে নামে এনসিবি। ওই সময় বলিউডের অন্দরমহলে মাদক গ্রহণ নিয়ে নানা তথ্য ওঠে আসে।
একে একে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয় দীপিকা পাড়ুকোন, সারা আলী খান ও শ্রদ্ধা কাপুরের মতো জনপ্রিয় নায়িকা। সুশান্ত ও রিয়ার মাঝে প্রেমের সম্পর্ক ছিল। অভিনেতার মৃত্যুর পর মাদক মামলা ছাড়াও নানাভাবে হেনস্তার শিকার হন তিনি।