অনলাইন ডেস্ক, ১৪ জুলাই।। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের তেল আবিবে পৌঁছেছেন। প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম মধ্যপ্রাচ্য সফর। বুধবার জো বাইডেন বিমানে করে বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছান।
এ সময় ইসরায়েলের সরকারি কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। এ সময় বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র এবং এই দেশের মানুষের সম্পর্ক ‘অনেক গভীর’। আমি গর্ব করে বলতে পারি যে, এই দুই দেশের সম্পর্ক আগের চেয়ে আরও গভীর ও মজবুত হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড বাইডেনকে ‘মহান ইহুদি রাষ্ট্রপন্থী’ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, বাইডেন এবং ইসরায়েলের সম্পর্ক সব সময় ব্যক্তিগত।
বাইডেনকে ইসরায়েল একজন সেরা বন্ধু হিসেবেই জানে। দশমবারের মতো ইসরায়েল সফরে গেছেন জো বাইডেন। ইসরায়েলের নেতাদের সঙ্গে আলোচনা করতে বাইডেন জেরুজালেমে দুই দিন থাকবেন।
‘মধ্যপ্রাচ্যের সঙ্গে নতুন নিরাপত্তা ও অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠা’ এবং ‘ইরানের পরমাণু পরিকল্পনার প্রয়োজন বাধা দেয়ার জন্য পুনরায় শক্তিশালী বৈশ্বিক লীগ প্রতিষ্ঠা করাসহ দেশের নিরাপত্তার বিষয়ে আলোচনা করবেন।