অনলাইন ডেস্ক, ১২ জুলাই।। কিং খানের ম্যানেজার পূজা দাদলানির অ্যাকাউন্ট থেকে খুব সম্প্রতিই তোলা হয়েছে একখানা ছবি শেয়ার করা হয়েছে।
ছবি দেখে শাহরুখের প্রেমে যেন নতুন করে পড়েছেন তাঁর ভক্তরা, একই হাল অভিনেত্রী রিচা চাড্ডারও। ছবিতে দেখা যাচ্ছে ক্যামেরার দিকে বেশ একটা দুষ্টুমিষ্টি হাসি নিয়ে তাকিয়ে আছেন শাহরুখ।
ছবি শেয়ার করে পূজা ক্যাপশনে লিখলেন, ‘একগুচ্ছ নতুন নতুন ট্রেন্ডের মধ্যে একটা ক্লাসিক, যা কখনও পুরনো হয় না’। অভিনেত্রী রিচা চাড্ডাও খুব বড় শাহরুখ ভক্ত। ছবিতে কমেন্ট করতে তাই তো ভোলেননি। লিখলেন, ‘হায়ে’।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিচা জানিয়েছিলেন, ‘যখন ওকে প্রথম দেখি মায়া মেমসাহাব (১৯৯৩), বিশ্বাসই হয়নি এরকম আকর্ষণীয় একটা মানুষ পৃথিবীতে আছে।’ ক’দিন আগেই ভারতীয় সিনেমায় ৩০ বছর পূর্ণ করলেন কিং খান।