৫০০টি গ্রামে জনজাতি ছাত্রছাত্রীদের বিনামূল্যে কোচিংয়ের পরিকল্পনা রাজ্য সরকারের

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১১ জুলাই।।
জনজাতিদের কল্যাণের লক্ষ্যে রাজ্য সরকার রাজ্যের ৫০০টি গ্রামে ছাত্রছাত্রীদের বিনামূল্যে কোচিং দেওয়ার পরিকল্পনা নিয়েছে। চলতি বছরের আগস্ট মাসের মধ্যেই এই পরিকল্পনা বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এজন্য প্রতিটি গ্রামে একজন করে শিক্ষক নিয়োগ করা হবে। আজ জম্পুইজলা মহকুমার অন্তর্গত সুধন দেববর্মা স্মৃতি দ্বাদশমান বিদ্যালয়ে বিদ্যাজ্যোতি প্রকল্পের সূচনা করে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপদ জমাতিয়া একথা বলেন। তিনি বলেন, জনজাতিদের উন্নয়নে রাজ্য সরকার নানাবিধ পরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে।

জনজাতি ছাত্রছাত্রীরা যাতে শিক্ষায় বিশেষভাবে সাফল্য পেতে পারে সেজন্য রাজ্য সরকার সচেষ্ট। তিনি বলেন, দিল্লিতে উচ্চশিক্ষার জন্য যে সমস্ত ছাত্রছাত্রী যায় তাদের থাকার জন্য জনজাতি কল্যাণ দপ্তর হোস্টেল খোলার পরিকল্পনা নিচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা বলেন, রাজ্যবাসীর উন্নয়নে রাজ্যের বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। তিনি এই সমস্ত কাজে সমাজের সব অংশের মানুষের সহযোগিতা চেয়েছেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিপাহীজলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি বলেন, এবছর থেকে সিপাহীজলা জেলায় ১১টি বিদ্যালয়ে বিদ্যাজ্যোতি প্ৰকল্প চালু হয়েছে। এবছর বিদ্যাজ্যোতি প্রকল্পে বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের জন্য সুধন দেববর্মা স্মৃতি দ্বাদশমান বিদ্যালয়কে ১ কোটি ৪৭ লক্ষ টাকার অনুমোদন দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধর্মচরণ জমাতিয়া। সভাপতিত্ব করেন জম্পুইজলা মহকুমার মহকুমা শাসক সঞ্জিৎ দেববর্মা। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?