বৃষ্টির ফোঁটার বদলে ঝরঝরিয়ে মাছ পড়ল আকাশ থেকে, দেখুন ভিডিও

অনলাইন ডেস্ক, ১২ জুলাই।। তেলঙ্গানায় শনিবার বৃষ্টির ফোঁটার বদলে ঝরঝরিয়ে মাছ পড়ল আকাশ থেকে। ঘটনায় একরকম চমকেই গিয়েছেন এলাকার বাসিন্দারা।

‘মাছ বৃষ্টি’তে ভিজে বাটিতে করে মাছ ধরতেও দেখা গিয়েছে স্থানীয়দের। তেলঙ্গনার জাগিতাল শহরে সাইনগরে শুক্র এবং শনি— পর পর দু’দিন এই মাছ বৃষ্টি হয়েছে। তবে আবহবিদরা জানিয়েছেন বিরল হলেও এই ঘটনা অস্বাভাবিক নয়।

আকাশ থেকে শুধু মাছ কেন, ব্যাঙ এমনকি কাঁকড়ারও বৃষ্টি হতে পারে।দুর্যোগের পরিস্থিতিতে অনেক সময়েই সমুদ্র বা বড় জলক্ষেত্র থেকে টর্নেডোর মতো জলস্তম্ভ তৈরি হয়। ওই জলস্তম্ভ জলজ প্রাণীকে টেনে তোলে মেঘের উপরে।

যা পরে বৃষ্টির মতো ঝড়ে পড়ে।তেলঙ্গানার ওই বৃষ্টির একটি ভিডিয়োও নেটমাধ্যমে ছড়িয়েছে। তাতে দেখা যাচ্ছে আকাশ থেকে পড়া মাছ লাফাচ্ছে মাটিতে । সেই মাছ থালায় সংগ্রহও করছেন এক ব্যক্তি।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?