রাজ্যে কোভিড সংক্রমণের হার বৃদ্ধি, মাস্ক পরা বাধ্যতামুলক করল সরকার

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ জুলাই।। রাজ্যে কোভিড সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় রাজ্য মাস্ক পরা বাধ্যতামুলক হল। আগামীকাল থেকে সকলকে মাস্ক পড়তে হবে।

এব্যপারে সরকারের পক্ষ থেকে কোভিড বিধিনিষেধ কার্যকর করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। আজ মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নির্দেশে ও মুখ্যসচিবের নেতৃত্বে ষ্টেট লেভেল টাস্ক ফোর্স কমিটির বৈঠক হয় মহাকরনে।

বৈঠকে পর কমিটির পক্ষ থেকে রাজস্ব দপ্তরের অতিরিক্ত সচিব প্রদীপ আচার্য এক সাংবাদিক সম্মেলনে জানান, রাজ্যে সবাইকে মাস্ক পড়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি জানান মাস্ক ছাড়াও কোভিড বিধিগুলোও যথাযতভাবে মেনে চলার জন্যও বলা হয়েছে।

তবে আগামীকাল থেকে সব সরকারী প্রতিষ্ঠান, স্কুল কলেজ, বাজার, হাট, রেল ষ্টেশন, জনবহুল এলাকায় মাস্ক পড়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে ষ্টেট সার্ভাইলেন্স অফিসার ডাঃ দীপ দেববর্মা বলেন, গত কিছুদিন ধরেই কোভিড সংক্রমণ বাড়ছে। ১৩১ জন বর্তমানে সংক্রমিত।

তিনি জানান, কোভিড পরীক্ষার উপরও জোর দেওয়া হয়েছে। যাদের কোমরডিভিটি রয়েছে তারা যেন পরীক্ষা করিয়ে নেন তার জন্যও অনুরোধ জানিয়েছেন তিনি। চলতি খারচি মেলা ও উৎসবে কোভিড বিধির সঙ্গে সঙ্গে মাস্ক পড়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

এদিকে স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিনে আজ জানানো হয়েছে, ৩০৯ জনের পরীক্ষা করার পর ২২ জনের কোভিড সংক্রমণ ধরা পড়ছে। সংক্রমণ হার বেড়ে হয়েছে ৭.১২ শতাংশ।

 

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?