কোথায় গেলেন তিনি? এই প্রশ্নই এখন ঘুরছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়

অনলাইন ডেস্ক, ১০ জুলাই।। বিক্ষোভের আগুনে জ্বলছে শ্রীলঙ্কা। প্রাসাদ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে। শনিবার তার বাসভবনে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। তার আগেই অবশ্য সেখান থেকে সরানো হয় তাকে। কিন্তু কোথায় গেলেন তিনি? এই প্রশ্নই এখন ঘুরছে দ্বীপরাষ্ট্রটিতে।

এমন প্রেক্ষাপটে একটি ভিডিও ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে। ভিডিওতে দেখা গেছে, শ্রীলঙ্কার নৌবাহিনীর একটি জাহাজে অনেকগুলো স্যুটকেস তোলা হচ্ছে। শ্রীলঙ্কার সংবাদমাধ্যমের একাংশের দাবি, ওই স্যুটকেসগুলো গোটাবায়া রাজাপাকসের। ‘এসএলএনএস গজবাহু’ জাহাজে রীতিমতো দৌড়ে দৌড়ে বড় বড় স্যুটকেস তুলতে দেখা গেছে তিন ব্যক্তিকে।

কলম্বো বন্দরের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে ‘নিউজ ওয়ান চ্যানেল’ জানিয়েছে, এসএলএনএস সিন্দুরালা ও এসএলএনএস গজবাহুতে করে এক দল রওনা দিয়েছে। তবে কারা ওই জাহাজে চড়ে কোথায় রওনা দিয়েছেন, সে ব্যাপারে জানা যায়নি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতেই সেনার প্রধান দপ্তরে প্রেসিডেন্ট গোতাবায়াকে সরানো হয়েছে।

অন্য দিকে, শ্রীলঙ্কার কয়েকটি সংবাদমাধ্যমের ফুটেজে দেখা গিয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে রাজাপাতমের কনভয়ের গাড়ি রাখা রয়েছে। তবে প্রেসিডেন্ট দেশ ছেড়েছেন কি না, বা কোথায় রয়েছেন, এ ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

গত কয়েক মাস ধরেই আর্থিক ভাবে ধুঁকতে থাকা শ্রীলঙ্কায় বিক্ষোভ চলছে। শুক্রবার থেকে বিক্ষোভ নতুন চেহারা নেয়। শনিবার গণবিক্ষোভের পারদ আরও চড়ে। কলম্বোয় প্রেসিডেন্টর প্রাসাদে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা।

এ সময় হাজার হাজার মানুষ কলম্বোয় রাজাপক্ষের সরকারি প্রাসাদ ঘিরে ধরেন। কাঁদানে গ্যাসের গোলা ছুড়ে, শূন্যে গুলি ছুড়েও তাদের রুখতে ব্যর্থ হয় পুলিশ।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?