বিশালগড়ে নদীলাখ এলাকায়ও পাঠ করা হয় মুসলিম ধর্মাবলম্বীদের ঈদের নমাজ

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১০ জুলাই।। গোটা বিশ্বের সঙ্গে রাজ্য ও যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হলো,মুসলমাম ধর্মাম্বলীদের পবিত্র ঈদ ৷ রবিবার রাজধানীসহ রাজধানীর লাগোয়া প্রত্যেকটি জায়গায় মুসলমান ধর্মপ্রাণ মানুষ রঙীন জামা কাপড়ে পরিধান করে,কোরবানী ঈদ উপভোগ করেছেন ৷

সম্পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সঙ্গে নামাজ পাঠও হয় ৷ এদিন বিশালগড় মহকুমার নদীলাখ এলাকায় পাঠ করা হয় মুসলিম ধর্মাবলম্বীদের ঈদের নমাজ ৷ স্থানীয় মদজিদে হয় নামাজ পাঠ ৷ পাশাপাশি এদিন পশুপাখি কুরবানী দেয়া হয় এবং এলাকার দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে ৷

এককথায় ছোট বড় সকলকে নিয়ে একত্রে মুসলমান ধর্মপ্রাণ মানুষেরা এদিন একত্রে কোরবানী ঈদে মেতে উঠেন ৷ রবিবার বিশালগড় মহকুমার নদীলাখ এলাকায় স্থানীয় মদজিদে নামাজ পাঠ করান, মৌলানা শাহিদ আহম্মেদ ৷

উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সেক্রেটারি জিয়ার হোসেন ও কমিটির সদস্য মনির হোসেন, সাব্বির হোসেন, আশিক মাসুদ, মিলাদ হোসেন , টুটুন মিয়া,নামাজ আদায় শেষে বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান বলেন, এই কুরবানীর উদ্দেশ্য শুধু মাংস খাওয়া নয় বরং এলাকার গরিব-দুঃখীদের সঙ্গে কুরবানীতে শেয়ার করা।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?