রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, চব্বিশ ঘণ্টায় সংক্রমিত আরও ৩৬ জন

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ জুলাই।। রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬। এর মধ্যে পশ্চিম জেলায় ২৪ জন, সিপাহীজলা জেলায় ৮ জন, এবং গোমতী জেলায় ৪ জনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এদিকে, দেশের করোনা সংক্রমণের গ্রাফ নতুন করে বাড়ছে অস্বস্তি।

পরিসংখ্যান বলছে এই নিয়ে টানা চারদিন দেশের দৈনিক সংক্রমণ ১৮ হাজারের বেশি। চিন্তায় ফেলছে মারণ ভাইরাসের নয়া ভ্যারিয়েন্টও। পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে অ্যাকটিভ কেসও।রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৮,২৫৭ জন।

গতকালের তুলনায় যা সামান্য কম হলেও তবে গত কয়েকদিনের মতো এদিনও লাফিয়ে বাড়ল অ্যাকটিভ কেস। বর্তমানে দেশের সক্রিয় রোগী বেড়ে হয়েছে ১ লক্ষ ২৮ হাজার ৬৯০। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার বেড়ে ০.৩০ শতাংশ। চিন্তায় রাখছে কেরলের করোনা গ্রাফ।

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪২ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৪২৮। বর্তমানে দিল্লির করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। একদিনে সেখানে আক্রান্ত ৫৪৪ জন। তবে এখনও উদ্বেগজনক কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, বাংলার মতো রাজ্যগুলির করোনা গ্রাফ।

মহারাষ্ট্রে যেমন একদিনে সংক্রমিত ২৭৬০ জন। প্রাণ হারিয়েছেন ৫ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৯ লক্ষ ৬৮ হাজার ৫৩৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৪,৫৫৩ জন। সুস্থতার হার ৯৮.৫০ শতাংশ।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯৮ কোটি ৭৬ লক্ষেরও বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১০ লক্ষের বেশি।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?