স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ জুলাই।। একটি বড় প্রশাসনিক রদবদল করল ত্রিপুরা সরকার। শনিবার কুমার আলোককে মুখ্য সচিব পদ থেকে অপসারণ করেছে এবং তাকে SIPARD-এর মহাপরিচালক হিসাবে বদলি করেছে।
জে.কে. সিনহা মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি এখন মুখ্য সচিবের দায়িত্ব পালন করবেন।
একটি সরকারী বিজ্ঞপ্তি অনুসারে, প্রিন্সিপাল সেক্রেটারি এলএইচ ডার্লংকে SIPARD-এর মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।ডাঃ মানিক সাহা মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটি একটি বড় পদক্ষেপ।
হঠাৎ কেন এই রদবদল এনিয়ে কোন তথ্য সংবাদ লেখা পর্যন্ত জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে আরও কিছু রদবদল করা হতে পারে খুব শীঘ্রই।