অনলাইন ডেস্ক, ৮ জুলাই।। উইম্বলডন ‘আরব্য ইতিহাস‘ লিখলেন ওন্স জাবেউর। আরবের প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল নিশ্চিত করেছেন তিউনিসিয়ার এই মেয়ে। মেয়েদের সিঙ্গেলের শেষ চারে তিনি দাপটের সঙ্গে হারিয়েছেন তাতজানা মারিয়াকে।
তিন সেটের লড়াইয়ে তৃতীয় বাছাই তারকা জিতেছেন ৬-২, ৩-৬ ও ৬-১ গেমে। শনিবারের ফাইনালে জাবেউর মুখোমুখি হবেন এলেনা রাইবাকিনার। কাজাখস্তানের মেয়েরেও এটি প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল। যার অর্থ, নতুন বিজয়ী পেতে যাচ্ছে উইম্বলডন। ইতিহাস গড়েছেন তিনিও।
কাজাখস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে সিঙ্গেলে বড় কোনো আসরের ফাইনালে পৌঁছেছেন রাইবাকিনা। সেমিফাইনালে তিনি হতাশ করেন সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন সিমোনা হালেপকে। রাইবাকিনা জেতেন ৬-৩ ও ৬-৩ গেমে।
বিশ্ব র্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা জাবেউর দীর্ঘ অপেক্ষার ইতি টেনেছেন আফ্রিকারও। ৬২ বছর পর কোনো আফ্রিকানকে দেখা যাবে টেনিসের প্রধান আসরের ফাইনালে। ১৯৬০ সালে শেষ আফ্রিকান হিসেবে উইম্বলডনের ফাইনাল খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার সান্দ্রা রেইনোল্ডস।
শেষ চারে ফেবারিট হিসেবে সেন্টার কোর্টে নামেন জাবেউর। বন্ধু মারিয়ার বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে বেশ হাততালিও কুড়ান। গত বছর দ্বিতীয় সন্তান সিসিলার জন্ম দেন মারিয়া। এবার তিনি খেললেন উইম্বলডনের সেমি ফাইনালে।
আর ২৭ বছর বয়সী জাবেউর আরব-আফ্রিকার অপেক্ষার ইতি টানতে পেরে উচ্ছ্বসিত, ‘বছরের পর বছর ধরে করা পরিশ্রম ও ত্যাগের পর স্বপ্ন সত্যি হলো। ’