অনলাইন ডেস্ক, ৮ জুলাই।। প্রাক-মৌসুমের প্রস্তুতির প্রথম পর্বে থাইল্যান্ড যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে রেড ডেভিলরা এই সফরে পাচ্ছে না নিজেদের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। পারিবারিক কারণে পর্তুগিজ উইঙ্গারকে বাড়তি ছুটি দেওয়া হয়েছে।
যার কারণে শুক্রবার ব্যাংককের ফ্লাইট ধরছেন না রোনালদো। এদিকে গুঞ্জন চলছে, নতুন ঠিকানার সন্ধানে আছেন সিআর সেভেন। ক্যারিয়ারের শেষদিকে এসে তিনি চ্যাম্পিয়নস লিগ হাতছাড়া করতে চান না। কিন্তু ইউনাইটেড আগামী মৌসুমে খেলবে ইউরোপা লিগে। চ্যাম্পিয়নস লিগে জায়গা হয়নি তাদের।
যার কারণে ওল্ড ট্রাফোর্ড ছাড়তে চান রোনালদো। তবে ইউনাইটেড এখনো তাকে নিজেদের স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য মনে করে। ৩৭ বছর বয়সী তারকার ব্যাংককে না যাওয়াও সেই ইঙ্গিতকে আরও স্পষ্ট করে তুলেছে। এমনকি প্রাক-মৌসুমের প্রস্তুতি নিতে অস্ট্রেলিয়া সফরেও রোনালদোকে পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দিহান ইউনাইটেড।
এতে রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস তারকার ম্যানচেস্টার ছাড়ার গুঞ্জন আরও জোরদার হবে তা নিশ্চিত। এমনকি রোনালদোকে এই সপ্তাহে ক্যারিংটনে ইউনাইটেডের প্রাক-মৌসুমের প্রস্তুতিতেও দেখা যায়নি। পারিবারিক কারণে পর্তুগিজ তারকা ছিলেন না জানায় রেড ডেভিলরা।
প্রিমিয়ার লিগ জায়ান্টরা আরও জানায়, রোনালদো পর্তুগিজ জাতীয় দলের হেডকোয়ার্টার্সে প্রশিক্ষণ নিচ্ছেন।
মঙ্গলবার থাইল্যান্ডে প্রীতি ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে ইউনাইটেড। এরপর তারা উড়াল দেবে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে।