দ্য গডফাদারখ্যাত হলিউড অভিনেতা জেমস কান আর নেই, বয়স হয়েছিল ৮২ বছর

অনলাইন ডেস্ক, ৮ জুলাই।। দ্য গডফাদারখ্যাত হলিউড অভিনেতা জেমস কান আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। ‘দ্য গডফাদার’ সিনেমায় গ্যাংস্টার সনি করলেওনে চরিত্রে অভিনয় করেছেন তিনি।

বৃহস্পতিবার (৭ জুলাই) পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে এই অভিনেতার মৃত্যুর খবর জানানো হয়। মাইক্রোব্লগিং সাইট টুইটারে এই অভিনেতার অ্যাকাউন্টে লেখা হয়েছে, ‘ব্যথিত হৃদয়ে আপনাদের জানানো হচ্ছে যে, ৬ জুলাই বিকেলে জিমি মারা গেছেন।

আপনাদের পক্ষ থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা পেয়ে আমরা ধন্য। কঠিন সময়ে আমাদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ। ’ ব্যক্তিগত জীবনে চার বার বিয়ে করেছেন জেমস কান। কিন্তু কোনো সংসারই টেকেনি।

তবে দাম্পত্য জীবনে সুখী না হতে পারলেও, কর্মজীবন নিয়ে তাকে হতাশ হতে হয়নি। জেমস কান ১৯৬৩ সালে ‘ইর্মা লা ডুস’-এর মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন। ১৯৭২ সালে মুক্তি পাওয়া ‘দ্য গডফাদার’ সিনেমাটি তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে। ১৯৭৪ সালে এই সিনেমার সিক্যুয়েলেও তাকে দেখা গেছে।

এছাড়া ‘এলফ’, ‘মিজারি’, ‘ডগভাইল’, ‘অ্যালিয়েন ন্যাশন’, ‘দ্য গ্যাম্পলার’ প্রভৃতি সিনেমায় তার অভিনয় বেশ প্রশংসা পেয়েছে। বরেণ্য এই অভিনেতার মৃত্যুতে সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিনেতাকে নিয়ে শোক প্রকাশ করছেন তারা।

‘দ্য গডফাদার’ সিনেমায় জেমসের সহ-অভিনেতা আল পাচিনো এক বিবৃতিতে বলেছেন, ‘জিমি আমার ভাইয়ের মতো ছিল এবং দীর্ঘদিনের বন্ধু। সে বেঁচে নেই এটি বিশ্বাসই হচ্ছে না। সে ছিল চমৎকার একজন অভিনেতা, অসাধারণ পরিচালক ও খুব ভালো বন্ধু।

তাকে অনেক ভালোবাসি। অনেক মিস করবো। ’অপর সহ-অভিনেতা রবার্ট ডি নিরো শোক বার্তায় লিখেছেন, ‘জিমির মৃত্যুর খবরে অনেক ব্যথিত। ’

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?