স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৮ জুলাই।। জলের সঙ্কট, বাড়ি বাড়ি টিউবওয়েল বসানোর নিদান দিলেন নেতা ! মহিলারা ক্ষোভে ফেটে পড়লেন রাস্তায়। উদয়পুর রাজনগর ব্রিজের উপর মহিলারা সড়ক অবরোধ করেন। পানীয় জলের সমস্যা নিয়ে তারা প্রশাসন এবং নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।
গত ১০ দিন ধরে এলাকায় তীব্র জলের সঙ্কট চলছে। প্রসঙ্গত, পানীয়জলের সংকট রাজ্যের বিভিন্ন জায়গায় রয়েছে। ২৫ বছরের বাম জমানাতে বারবার বলা হয়েছে দুই বছরের মধ্যে সবার বাড়িতে জল যাবে। কিন্তু ২৫ বছরে তা সম্ভব হয়নি।
তারপর বিজেপি জোট সরকারের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন জলের কষ্ট নিবারন করতে মোদী জলজীবন মিশন প্রকল্প চালু করেছে। তারপরও আজও জলের জন্য রাস্তা অবরোধ আন্দোলন সংগঠিত করছে রাজ্যের মা বোনরা।