অনলাইন ডেস্ক, ৮ জুলাই।। প্রিয়াঙ্কা চোপড়াকে এখন আর নিছক বলিউড অভিনেত্রী বলা যাবে না। বলিউডের পাশাপাশি বেশ কয়েক বছর ধরে হলিউডের ছবিতেও দাপটের সঙ্গে অভিনয় করে আসছেন। এবার হলিউড অভিনেত্রী মিন্ডি কালিংয়ের সঙ্গে কাজ করবেন প্রিয়াঙ্কা।
ভারতীয় রীতিতে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান দেখানো হবে ছবিতে। সেই বিয়েকে কেন্দ্র করে বোনা হয়েছে প্রেমের গল্প। এই ছবিতে তুতো বোনের চরিত্রে অভিনয় করবেন দুই অভিনেত্রী।
ছবির গল্প নিজেই লিখেছেন মিন্ডি। তিনি বলেন, ভারতের ভিন্ন দুই সংস্কৃতি থেকে উঠে আসবে তার এবং প্রিয়াঙ্কার চরিত্র। ওকে (প্রিয়াঙ্কা) ভারতের একটি পাঞ্জাবি মেয়ের চরিত্রের ভূমিকায় দেখা যাবে। অন্য দিকে, আমি ভারতীয় বংশোদ্ভুত আমেরিকায় থাকা এক বাঙালি মেয়ে। এই প্রথম এক ছবিতে অভিনয় করবেন দুই অভিনেত্রী।
মিন্ডি জানিয়েছেন, ভারতের প্রতি তার এবং প্রিয়াঙ্কার ভালোবাসা তাকে এই ছবির গল্প লিখতে সাহায্য করেছে।মিন্ডি বলেন, প্রিয়াঙ্কার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। ভারতের প্রতি ওর ভালোবাসা দেখেছি।
ফলে সেই দেশটিকে চিনতে, বুঝতে আমার অনেক সুবিধা হয়েছে। তার প্রতি আমার ভালোবাসা আরও ভালো ভাবে অনুভব করতে পেরেছি।
হলিউডে একের পর এক কাজ করে চলেছেন প্রিয়াঙ্কা। ‘বেওয়াচ’, ‘কোয়ান্টিকো’, ‘আ কিড লাইক জেক’ একাধিক সফল ছবি এবং সিরিজে দেখা গিয়েছে তাকে।