স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ জুলাই।। গত বেশ কিছুদিন আগে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় দুইজন তিপ্রাসা কলেজ ছাত্রকে যেরকমভাবে পুলিশ প্রশাসনের সামনে হকিস্টিক নিয়ে বিজেপির নামধারী ছাত্র সংগঠন আক্রমণ করেছে তার তীব্রভাবে নিন্দা জানায় এন এস ইউ আই ছাএ সংগঠন।
শুক্রবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে এনএসইউআই কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় । সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এন এস ইউ আই এর রাজ্য সভাপতি সম্রাট রায় সহ অন্যান ছাএ নেতারা।
এই দিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন ছাত্রছাএীদের কথা চিন্তা করে গত কিছু দিন আগে কৈলাসহরে ত্রিপুরা প্রদেশ এনএস ইউ আই এর পক্ষ থেকে যারা তিপ্রাসা ছাএদের উপর আক্রমন করেছে তাদের গ্রেপতারের দাবিতে আন্দোলন করেছে।
পাশাপাশি তিনি আরো বলেন শুধু কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় না, সারা ত্রিপুরা রাজ্যের সবকটি কলেজের মধ্যে এবিভিপি নামধারী ছাএ সংগঠন সন্ত্রাস চালাচ্ছে যেরকম ভাবে আক্রমণ করছে সেটার তীব্র নিন্দা জানান। আগামী কিছুদিনের মধ্যে কলেজ নির্বাচনের জন্য আদালতের দ্বারস্থ হচ্ছেন বলে জানান সাংবাদিক সম্মেলনে।