নির্মাণ শ্রমিকদের শ্রমিক কল্যাণ প্রকল্পের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে : শ্রমমন্ত্রী

স্টাফ রিপোর্টার, কুমারঘাট, ৮ জুলাই।। নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্পে আজ কুমারঘাট মানসী মিলনায়তনে বাড়ি ও অন্যান্য নির্মাণ কাজের সাথে যুক্ত শ্রমিকদের এক মেগা অনলাইন রেজিস্ট্রেশন ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।

শিবিরের উদ্বোধন করেন শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস। সভাপতিত্ব করেন কুমারঘাট পুর পরিষদের চেয়ারপার্সন বিশ্বজিৎ দাস। উপস্থিত ছিলেন কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হ্যাপি দাস।

কুমারঘাট বিএসি’র চেয়ারম্যান তপনজয় রিয়াৎ, যুগ্ম শ্রম কমিশনার তথা নির্মাণ শ্রমিক কল্যাণ পরিষদের সচিব অমরেশ বর্মণ, সমাজসেবী পবিত্র দেবনাথ ও কার্তিক দাস।অনুষ্ঠানের উদ্বোধকের ভাষণে শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস বলেন, নির্মাণ শ্রমিকদের নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্পের আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে সরকার।

তিনি বলেন, শ্রম দপ্তরের অন্তর্গত যে সকল প্রকল্পগুলো রয়েছে এর সুবিধা দ্বিগুণ বা তার বেশি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। উদাহরণ হিসেবে তিনি বলেন, এতদিন যাবৎ নির্মাণ শ্রমিকের পরিষদের মেয়েদের বিয়ের জন্য দশ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হতো। এখন তা বাড়িয়ে পঁচিশ হাজার টাকা করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্মাণ শ্রমিকরা যাতে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করতে পারেন সেজন্য রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকাতে এই জাতীয় মেগা অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে। শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস বলেন, ই-শ্রম কার্ড প্রদানে ত্রিপুরা উত্তর-পূর্বাঞ্চলে প্রথম স্থান দখল করেছে। এর জন্য পুরস্কৃত হয়েছে বলেও তিনি জানান।

মেগা শিবিরে কমন সার্ভিস সেন্টারে আজ মহকুমার নির্মাণ শ্রমিকদের অনলাইন রেজিস্ট্রেশন করা হয়। এছাড়া শিবিরে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন ও ই-শ্রম কার্ডের জন্যও শ্রমিকদের নাম নথিভুক্ত করা হয়। অনুষ্ঠানে শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস সহ অতিধিগণ অনলাইন রেজিস্টেশন সার্টিফিকেট আনুষ্ঠানিকভাবে কিছু নির্মাণ শ্রমিকের হাতে তুলে দেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?