২৮ বছর বয়সী অলরাউন্ডার ব্যাটে-বলে বিধ্বংসী না হলে জয় পাওয়া কঠিন হত ভারতের

অনলাইন ডেস্ক, ৮ জুলাই।। অধিনায়ক হিসেবে নতুন রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। এর জন্য তিনি ধন্যবাদটা দিতে পারেন হার্দিক পান্ডিয়াকে। ২৮ বছর বয়সী অলরাউন্ডর ব্যাটে-বলে এমন বিধ্বংসী না হলে জয় পাওয়া কঠিন হতো ভারতের।

বৃহস্পতিবার সাউদাম্পটনের রোজ বোলে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৫০ রানের দাপুটে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এই জয়ে নতুন রেকর্ড গড়লেন রোহিত। প্রথম অধিনায়ক হিসেবে টানা ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ জিতলেন তিনি।

রোহিতের নেতৃত্বে এক ম্যাচও হারেনি ভারত। বিরাট কোহলির পদত্যাগের পর অধিনায়কত্ব পান এই ওপেনার। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে তার অভিযান শুরু। এরপর নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়।

এবার ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। রেকর্ড গড়ার ম্যাচে ১৪ বলে ৫ চারে ২৪ রান করেন রোহিত। করোনা থেকে সুস্থ হয়ে ফেরার ম্যাচেই নতুন রেকর্ডের মালিক হলেন এই ওপেনার।

ভারত প্রথম ব্যাট করে ৮ উইকেটে হারিয়ে করে ১৯৮ রান। জবাবে ১৪৮ রানে থামে ইংল্যান্ড। বলতে গেলে, ইংল্যান্ডকে একাই হারিয়ে দিয়েছেন পান্ডিয়া। ব্যাট হাতে ৩৩ বলে ৬ চার ও ১ ছয়ে ৫১ রানের ইনিংস খেলেন তিনি।

এরপর বল হাতে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৪ উইকেট। নিয়েছেন ওপেনার জেসন রয়, ডেভিড মালান, লিয়াম লিভিংস্টোন ও স্যাম কারেনের মতো ভয়ংকর ব্যাটারদের উইকেট। ম্যাচ সেরাও হয়েছেন পান্ডিয়া।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?