স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ জুলাই।। আসামে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এই অবস্থায় সরকারের তরফ থেকে ত্রাণ তো দেয়া হচ্ছে ঠিকই তারপরও বিভিন্ন সংস্থা সংগঠন ত্রাণ সহায়তা দিচ্ছে। এদিকে ত্রিপুরার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকও এক লাখ টাকা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাতে চেক রূপে তুলে দিয়েছেন।
প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সোশাল মিডিয়ায় উল্লেখ করেন, “আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম। ত্রিপুরাবাসীর জন্য শিলচর- বরাক তথা গোটা আসাম বলা চলে দ্বিতীয় ঠিকানার মতোই।
পাশের রাজ্যের মানুষ দুর্বিষহ বন্যায় কবলিত। বিভিন্ন সামাজিক সংস্থা এগিয়ে এসেছে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি বরাবরই মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করছেন।
এই বন্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এবং তাঁর নেতৃত্বাধীন আসাম সরকার এই পরিস্থিতিতে কঠোর পরিশ্রম করে চলছে বন্যা কবলিত মানুষদের পাশে দাড়াতে।
আজ আমি রাজ্যবাসীর হয়ে আমার ব্যক্তিগত তরফ থেকে আসামের মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ১ লক্ষ টাকা তুলে দেই বন্যা কবলিত মানুষদের সাহায্যের জন্য। আমরা ত্রিপুরাবাসী সর্বদা আসামের পাশে আছি।”