স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ জুলাই।। রামঠাকুর কলেজে সেশন্যাল্ পরীক্ষা চলছে। মা পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার্থীর দুমাসের সন্তানকে নিয়ে বাইরে শাশুড়িমা। সংখ্যালঘু পরিবারে পড়াশুনোর জন্য এমন আবেগ, এত টান মা-মাসীদের তা রীতিমতো নজির।
ভদ্রমহিলল একগাল হেসে বললেন, “পুত্রবধূ পড়তে চায় আর পড়াশোনাতেও ভালো, আমার মেয়েই তো”। সমাজে শাশুড়ী ও বৌমার সম্পর্ক নিয়ে অনেক ধরনের বিরূপ ধারণা আছে।
পরিবারে এই দুই সম্পর্কের মহিলাদের বনাবনি নিয়ে নানা প্রশ্ন উঠে। কিন্তু এদিনের দৃশ্য রীতিমতো মন ছুয়ে গেছে নেটিজেনদের। (প্রতিবেদনের তথ্য ও ছবি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত)