স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ৮ জুলাই।। ধর্মনগরের ইট ভাট্টা থেকে ৫৮ বছরের বিষ্ণু ব্যানার্জি ও তার স্ত্রী বৃহস্পতিবার কাজের সন্ধানে কৈলাসহরে আসেন।
রাত আনুমানিক ১০টা নাগাদ চন্ডিপুর ব্লকের ছনতইল পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের উত্তম গোয়ালার বাড়িতে রাত্রি যাপন করেন । উত্তম গোয়ালার ঘরের বারান্দায় তারা ঘুমিয়েছিলেন। শুক্রবার সকালে বারান্দায় তাদের দেখা যায়নি।
উত্তম গোয়ালার বাড়ীর কাছেই একটি অস্থায়ী ছাউনির নিচে বিষ্ণু ব্যানার্জিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তার স্ত্রীও মৃতদেহের পাশে বসেছিলেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
কিভাবে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই স্পষ্ট করে কিছু বলা সম্ভব হবে বলে জানায় পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।