স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ৮ জুলাই।। আজ ঊনকোটি জেলাভিত্তিক এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজস্ব ও পরিবহণ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এল এইচ দারলং, গ্রামোন্নয়ন দপ্তরের বিশেষ সচিব সন্দীপ আর রাঠোর, কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায়, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব অভিষেক সিংহ।
এন এইচ এম-এর মিশন অধিকর্তা ডা. সিদ্ধার্থ শিব জয়সবাল, বিদ্যালয় শিক্ষা অধিকর্তা চান্দনী চন্দ্রন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডা. রাধা দেববর্মা, জেলাশাসক উত্তম কুমার চাকমা, অতিরিক্ত জেলাশাসকদ্বয় এস বি নাথ ও এল দার্লং, কৈলাসহরের এস ডি এম প্রদীপ সরকার, কুমারঘাটের এস ডি এম সুব্রত ভট্টাচার্য, জেলার চারটি ব্লকের বিডিওগণ সহ বিভিন্ন দপ্তরের জেলা ও মহকুমাস্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।
পর্যালোচনা সভায় মুখ্যসচিব কুমার অলক দপ্তর ভিত্তিক রিপোর্টের উপরে আলোচনায় অংশ নেন ও উন্নয়ন কর্মসূচির পর্যালোচনা করেন। সভায় বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ সংশ্লিষ্ট দপ্তরের রিপোর্ট পেশ করে আলোচনায় অংশ নেন। মুখ্যসচিব কুমার অলক উপস্থিত আধিকারিকদের স্বচ্ছতার সঙ্গে মিশন মুডে কাজ করার নির্দেশ দেন।
জেলায় নির্মিয়মান জাতীয় সড়কের কাজে আরও গতি আনার উপরে গুরুত্ব আরোপ করা হয়। জেলার প্রতিটি ব্লক কার্যালয়ে বা ব্লক কার্যালয়ের সন্নিকটে এটিএম কাউন্টার বসানো হয়েছে কিনা তার খোঁজ নেন মুখ্যসচিব।
এস সি, এস টি, পিআরটিসি ইত্যাদি সার্টিফিকেট পাওয়ার জন্য অনলাইনে আবেদন করার ব্যবস্থা চালু করতে প্রশাসনিক উদ্যোগ নিতে বলেন। সভায় মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনার বিষয়ে দপ্তর ভিত্তিক প্রদত্ত পরিসংখ্যানের উপরেও আলোচনা হয়।
তাছাড়াও সভায় বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণের বিষয়েও আলোচনা হয়। মুখ্যসচিব জেলায় বিদ্যুৎ, পানীয়জল, স্বাস্থ্য ও শিক্ষা দপ্তরের কাজের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করেন।