স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৮ জুলাই।। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্যদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বুধবার।
এবছর উদয়পুর কিরীট বিক্রম ইন্ স্টেটিউশনের এক সাফাই কর্মী সুতপা রুদ্র পাল মাধ্যমিক পরীক্ষায় বসে ছেলে পৃথ্বিজিৎ রুদ্র পালের সাথে। মা এবং ছেলে এক সাক্ষাৎকারে জানান দুই জনে এবছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় খুবই খুশি।
মা সুতপা জানান দীর্ঘ ২৪ বছর হয়েছে বিয়ের। বিয়ের সময় মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। বিয়ে হয়ে যাওয়ায় আর মাধ্যমিক পরীক্ষায় বসা হয়নি। ইতিমধ্যে সুতপার এক ছেলে ও এক মেয়ে।
মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন। বর্তমানে সুতপা রুদ্র পাল উদয়পুর পুরো পরিষদের একজন সাফাই কর্মী হিসেবে কিরীট বিক্রম ইন্ স্টেটিউশনে কাজ করেন। তবে নিয়মিত হিসাবে নিযুক্ত পায়নি এখনো।
সুতপা দেবী ২৮০ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছে।আর ছেলে পৃথ্বিজিৎ রুদ্র পাল ৩১৭ নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। মা ও ছেলের কোন গৃহ শিক্ষক ছিল না। তবে বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষিকারা সাহায্য করেছেন।
মা সুতপা আর পড়তে চায় না। ছেলেকে মানুষ করার জন্য এখন থেকে কঠোর পরিশ্রম শুরু করেছেন। পৃথ্বিজিৎ রুদ্র পাল ভবিষ্যৎ -এ ইংরেজি অনার্স নিয়ে পড়তে চায়। তাদের সাফল্যে সবাই খুশি।