স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ জুলাই।। বিধায়ক হিসেবে শপথ নিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শুক্রবার বিধানসভা ভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করালেন অধ্যক্ষ রতন চক্রবর্তী। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য সহ দলের অনেক নেতৃত্ব।
সম্প্রতি দিল্লীতে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি শ্ভেঙ্কাইয়া নাইডুর কাছে রাজ্যসভার সাংসদ হিসাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে. পি. নাড্ডা এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল. সন্তোষ সহ দলীয় সহকর্মী ও ত্রিপুরার বিধায়কদের ধন্যবাদ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, ত্রিপুরা বিধানসভার চারটি আসেন উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। ওই উপনির্বাচনে ৮- টাউন বড়দোয়ালী কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
নির্বাচনে তিনি জয়ী হয়েছেন। তাই তিনি সাংসদ পদে পদত্যাগপত্র দাখিল করেছেন। এখন তিনি বিধায়ক হিসেবে শপথ নিলেন। বাকি তিনজন ইতিমধ্যে শপথ নিয়েছেন।