অনলাইন ডেস্ক, ৮ জুলাই।। যে চোট জয় করে সেমিফাইনাল নিশ্চিত করেছিলেন সেই চোটের কাছে শেষ পর্যন্ত হার মানলেন রাফায়েল নাদাল। উইম্বলডনের শেষ চারে নিক কিরগিয়সের বিপক্ষে খেলবেন না ৩৬ বছর বয়সী স্প্যানিয়ার্ড। পেটের চোটে সরে দাঁড়ালেন রেকর্ড ২২ গ্র্যান্ড স্ল্যামের মালিক।
গত বুধবার কোয়ার্টার ফাইনালে ৪ ঘণ্টার ২০ মিনিটের লড়াইয়ে টেইলর ফ্রিৎজকে হারিয়ে সেমিতে ওঠেন নাদাল। চোট এতই ভয়ংকর ছিল যে, পেটে বন্ধনী নিয়ে সেন্টার কোর্টে নামতে হয় তাকে। আর খেলার একপর্যায়ে চিকিৎসার জন্য বিরতিও নেন দ্বিতীয় বাছাই স্প্যানিশ তারকা।
তবে চোট নিয়েই পাঁচ সেটের লড়াই জেতেন নাদাল। কিন্তু যে আশা নিয়ে ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যামের দিকে তাকিয়ে ছিলেন তা পূরণ হচ্ছে না। শেষ চারে কিরগিয়সের মুখোমুখি হবেন না নাদাল। ইচ্ছে থাকা সত্ত্বেও হার মানতে হলো চোটের কাছে।
আরেকটি গ্র্যান্ড স্ল্যামের নিকট দূরত্বে গিয়েও সরে দাঁড়াতে হওয়ায় বেশ হতাশ নাদাল। তবে ভবিষ্যতের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত তার, ‘আমার ক্যারিয়ারে অনেকবার চেষ্টা করেছি এগিয়ে যেতে।
কিন্তু এতে চোট আরও খারাপ হবে।’নাদাল জানান, তার পেটের পেশিতে ছিট পাওয়া গেছে। যার অর্থ হলো, দুই ম্যাচ প্রতিযোগিতা করতে পারবেন না। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমন দুঃসংবাদ দেন তিনি, ‘পুরোদিন আমি এই সিদ্ধান্তের ব্যাপারে ভেবেছি।
আমি মনে করি, খেলা সম্ভব হবে না। এটা বলতে আমার খুব খারাপ লাগছে। ’নাদাল সরে দাঁড়ানোতে লাভ হলো কিরগিয়সের। ‘ফাঁকা মাঠে গোল’ দিয়ে ফাইনালে উঠে গেছেন তিনি।
শিরোপা জন্য রবিবার এই অস্ট্রেলিয়ান মুখোমুখি হতে পারেন নোভাক জকোভিচ বা ক্যামরুন নোরির। দু’বারের উইম্বলডন চ্যাম্পিয়ন নাদালের সামনে এবার বছরের চার গ্র্যান্ড স্ল্যামের হাতছানি ছিল।
অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন আগেই জিতেছেন। তবে উইম্বলডনের সেমিফাইনাল থেকে সরে দাঁড়ানোই সেই স্বপ্ন পূরণ হলো না।