অনলাইন ডেস্ক, ৬ জুলাই।। প্রায় পুরো ইউক্রেনে মঙ্গলবার রাতে একটি এয়ার অ্যালার্ট বেজে উঠেছে জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি আবারও মিত্র দেশগুলোর প্রতি আধুনিক অ্যান্টি-মিসাইল সিস্টেম পাঠানোর আহ্বান জানিয়েছেন।
জেলেনস্কি রাতে তার ভাষণে বলেন, ‘এর আগে রাজধানী এবং কিছু অঞ্চলে কিছু সময়ের জন্য কোনো এয়ার অ্যালার্ট ছিল না। এমন অস্বাভাবিক নীরবতার কারণে অনেকে উদ্বিগ্ন বোধ করেছিলেন।
তারা চিন্তিত এবং ভীত ছিলেন। এর ব্যাখ্যা খুঁজছিলেন তারা। দখলকারীরা কোনো কিছু করার প্রস্তুতি নিচ্ছে বলে তারা মনে করছে। তিনি বলেন, এই সন্ত্রাসী হামলার জন্য আপনাদের কোনো যুক্তি খোঁজা উচিত নয়। রুশ বাহিনী কোনো বিরতি নিচ্ছে না।
এটার একটাই কাজ- মানুষের জীবন নেওয়া, মানুষকে ভীতির মধ্যে রাখা যাতে করে কয়েক দিন এয়ার অ্যালার্ম না থাকলেও সন্ত্রাসের অংশ মনে হবে। আজ বিকেলে কিয়েভসহ প্রায় পুরো ইউক্রেনে এয়ার অ্যালার্ট বেজে উঠেছে।
ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, পশ্চিম ইউক্রেনের খমেলনিটস্কি অঞ্চল, ডিনিপ্রোপেট্রোভস্কের মধ্য অঞ্চল সামির সীমান্ত অঞ্চল এবং মাইকোলাইভের কৃষ্ণসাগর বন্দর এবং এর অঞ্চলে তল্লাশি চালানো হয়েছে।
‘আমাদের বিমান প্রতিরক্ষা বাহিনী কিছু মিসাইল ভূপাতিত করেছে। আমরা দমিয়ে যাবো না। পর্যাপ্ত অ্যান্টি-মিসাইল পেতে একটি দিনের জন্যও আমাদের কূটনৈতিক কার্যক্রম কমিয়ে দেব না। ’