স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ জুলাই।।
আগামীকাল দুপুর ১২ টায় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মিলনায়তনে পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিক, মাধ্যমিক, মাদ্রাসা, ফাজিল এবং মাদ্রাসা আলিম পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে।
দুপুর সাড়ে বারোটা নাগাদ ছাত্র ছাত্রীরা ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখতে পারবে। মঙ্গলবার পর্ষদের সম্পাদক ডঃ দুলাল দে এ বিষয়ে একটি বিবৃতি জারি করে রাজ্যে ছাত্রছাত্রীদের অবগত করেন।
ত্রিপুরার মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথমবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের দুটি পর্যায়ে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সমতুল মাদ্রাসা আলিম, মাদ্রাসা ফাজিল পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিগত বছর অর্থাৎ ২০২১ সালে ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত ট্রাম ওয়ান পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ১৮ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত মাধ্যমিক ও সমতুল মাদ্রাসা আলিম পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ মে থেকে ১ জুন পর্যন্ত এবং ২ মে থেকে ২৫ মে পর্যন্ত মাদ্রাসা ফাজিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তী সময় ৩ জুন থেকে ২০ জুন পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন হয়েছে।