স্কুলে শিক্ষক স্বল্পতা, ব্যবস্থা নিচ্ছে না কতৃপক্ষ, রাগে সড়ক অবরোধ ছাত্রছাত্রীদের

স্টাফ রিপোর্টার, সাব্রুম, ৬ জুলাই।। সাব্রুমের শ্রীনগর সীমান্তবর্তী এলাকার সমরেন্দ্র উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ১২ দফা দাবি আদায়ের উদ্দেশ্যে আজ স্কুলের সামনে সকল ছাত্র-ছাত্রীরা একসাথে মিলিত হয়ে শ্রীনগর-বিলোনিয়ার সড়ক অবরোধে বসে।

স্কুল সূত্রে জানা গিয়েছে, এই সমরেন্দ্র উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় বর্তমানে ছাত্র-ছাত্রী রয়েছে প্রায় ২০০ জনের অধিক।

এই স্কুলে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত মোট ১২টি ক্লাস চালাতে হয় আট জন শিক্ষক দিয়ে। আট জন শিক্ষক দিয়ে ক্লাস চালাতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষকদের। আর এতে লেখাপড়া লাটে উঠেছে ছাত্র-ছাত্রীদের। তারজন্য ছাত্র-ছাত্রীদের প্রথম দাবী হলো প্রধান শিক্ষক চাই এই স্কুলে, দ্বিতীয় দাবী হলো ইংরেজি বিষয়ের শিক্ষক চাই।

তৃতীয় দাবী হলো এই স্কুলে সবচাইতে মেয়েদের সংখ্যা বেশি তাই একজন শিক্ষিকা চাই, চতুর্থ দাবি হলো পানীয় জলের সুব্যবস্থা চাই, পঞ্চম দাবি হলো শৌচাগারের সুব্যবস্থা চাই। এছাড়া আরো অন্যান্য দাবি নিয়ে রাস্তায় অবরোধে বসে।

রাস্তা অবরোধের খবর পেয়ে সাথে সাথে ছুটে আসেন শ্রীনগর আউটপোস্টের পুলিশ ও পৌয়াংবাড়ী আর,ডি, ব্লকের বিডিও।

বিডিওর আশ্বাস পেয়ে ছাত্রছাত্রীরা পথ অবরোধ তুলে নেয়। আর এই রাস্তা অবরোধ চলে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?