স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৬ জুলাই।। রাজ্যে পরিদর্শনে আসা কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ দুই মহিলা আধিকারিক আইএফএস ডাঃ সুরভী সিং এবং অবর সচিব ডাঃ তানিয়া দে বুধবার উদয়পুর মাতাবাড়ি যাচ্ছিলেন। বিশ্রামগঞ্জ থানাধীন ছেচরিমাই স্কুলের সামনে তাদের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়।
তাতে দুই মহিলা আধিকারিক ও তাদের গাড়ি চালকরা গুরুতর আঘাত পান। তাদের প্রথমে নিয়ে আসা হয় বিশ্রামগঞ্জ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রেফার করা হয় জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে।
এদিকে খবর পেয়ে সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক হাসপাতালে ছুটে আসেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর করেছে। দূর্ঘটনার একটি মামলা নেয়া হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।