ফেল করা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী রতন লাল নাথের কি বার্তা জানুন এই প্রতিবেদনে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ জুলাই।। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চতর মাধ্যমিক, মাধ্যমিক, মাদ্রাসা আলিম ও মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

এবছর মাধ্যমিকে পাশের হার ৮৬.১৮ শতাংশ এবং উচ্চমাধ্যমিকে পাশের হার ৯৪.৪৬ শতাংশ। উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।

অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে যারা অনধিক দুই বিষয়ে কৃতকার্য হয়নি অথচ সর্বমোট ১৫০ নম্বর অর্জনে সক্ষম হয়েছে, তাদের প্রতি নতুন প্রবর্তিত ‘বছর বাঁচাও’ প্রকল্পের সুবিধা গ্রহণ করে জীবন গঠনের পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

সবশেষে, এবছর যারা সফল হতে পারেনি সেইসব ছাত্রছাত্রীদের সমস্ত বিষন্নতা ও হতাশা ঝেড়ে ফেলে নতুন উদ্যমে পড়াশোনা শুরু করার জন্য আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?