স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ জুলাই।। আগামী ১৮,১৯ এবং ২০ জুলাই বেকারদের অধিকার রক্ষার স্বার্থে লাগাতর তিনদিন গণ অবস্থান সংগঠিত করতে চলছে প্রদেশ যুব কংগ্রেস।
আন্দোলন কর্মসূচীকে সাফল্য মন্ডিত করার লক্ষ্যে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি রাখু দাসেট নেতৃত্বে আজ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের বর্ধিত সভা আগরতলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন পিসিসি সভাপতি গোপাল রায় এবং প্রাক্তন বিধায়ক আশিষ সাহা। এই গণঅবস্থানের মূলে হচ্ছে রাজ্য তথা দেশের বেকার সমস্যা।
বিজেপি আইপিএফটি জোট সরকার বেকারদের সামনে চাকরির যে ললিপপ দেখিয়ে নির্বাচনী বৈতরণী পার হয়েছিল তার প্রতিবাদে। এদিকে এই গণঅবস্থান শুরুর আগে ১৮ জুলাই আগরতলা শহরে যুব কংগ্রেস একটি রেলি সংগঠিত করবে।
এই রেলিতে অংশ গ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে টেট উত্তীর্ণ বেকারদের, জেআরবিটির পরীক্ষার্থী, টিএসআরে চাকরি বঞ্চিত বেকারদের।