স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ জুলাই।। ইচ্ছে আর অদম্য আত্মবিশ্বাস থাকলে কোন বাঁধাই বাঁধা নয়। সেটাই যেনো প্রমাণ করলেন আগরতলার বড়দোয়ালী এলাকার বাসিন্দা শীলা রানী দাস।
নিজের দুই মেয়ের সাথেই পরীক্ষায় বসে অবশেষে নিজের স্বপ্ন পূরণ করলেন ৫২ বছর বয়সী এই “মা”।
এবছরের উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থী রাজশ্রী এবং জয়শ্রী দাসের সঙ্গেই মা শিলা রানী দাসও মাধ্যমিক পরীক্ষায় বসে তার স্বপ্ন পূরণে সফল হন। শীলা দেবীর এই সাহসীকতাই হোক এমন বহু মায়ের পথের দিশারী।
জানা গিয়েছে ১৯৯৮ সালে শীলা রানী দাস পুর পরিষদে চাকরি পেয়েছিলেন। তারপর নানা সাংসারিক চাপের কারণে মাধ্যমিক পরীক্ষা দেয়া হয়নি। অবশেষে তিনি মনস্থ করলেন মাধ্যমিক পরীক্ষা দেবেন।
সেই মোতাবেক পর্ষদের সাথে যোগাযোগ করেন। ইতিবাচক সাড়া পেয়ে পড়াশোনা করলেন এবং পরীক্ষা দিলেন। তিনি পাশও করলেন। এই খবর ভাইরাল হতেই নেটিজেনদের অভিনন্দনে ভাসছেন মা শীলা দেবী।