স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ জুলাই।। রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তাপস কুমার দাস কতিপয় দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রান্ত হন। এই খবরটি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা:) মানিক সাহার নজরে আসে।
মুখ্যমন্ত্রী এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং মুখ্যমন্ত্রী ডা: সাহা সাথে সাথে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশককে অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন।
এই ঘটনায় পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং ২ জনকে চিহ্নিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা:) মানিক সাহা বরিষ্ঠ সাংবাদিক তাপস কুমার দাসের দ্রুত সুস্থতা কামনা করেন।
পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের ঘৃণ্য অপরাধমূলক ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে আরক্ষা প্রশাসনকে আরও তৎপর থাকার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা:) মানিক সাহা আজ বোধজংনগরের বৃন্দামুড়ায় জোড়া খুনের ঘটনার বিষয়েও রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশকের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন।
এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কিছু কিছু সন্দেহমূলক বিষয়ে পরীক্ষা নিরীক্ষার জন্য ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে বলে মুখ্যমন্ত্রীকে অবহিত করেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক।