স্টাফ রিপোর্টার, মোহনপুর, ৫ জুলাই।। মোহনপুর মহকুমা শাসকের নেতৃত্বে গত শনিবার তুফানিয়া লুঙ্গা এবং লক্ষী লুঙ্গা দুটি চা বাগান সিল করে দেওয়া হয়। মহকুমা শাসকের তরফে জানানো হয় বর্তমানে বাগানগুলি সরকার পরিচালনা করবে।
তিন দিন অতিবাহিত হওয়ার পরেও কোন দিক থেকে কোন প্রকার সারা না পেয়ে এই দুটি চা বাগানের শ্রমিকরা আগরতলা- বামুটিয়া পথ অবরোধ করেন।
ঘটনাস্থলে ৩ বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণধন দাস আসার পরেও সমস্যার সমাধান হয়নি। বর্তমানে পথ অবরোধ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের মোতায়েন রয়েছে এয়ারপোর্ট থানার পুলিশ থানার পুলিশ।
এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে বিধায়ক কৃষ্ণধন দাস বলেন বাইরের ডি এস গ্রুপ এসে সেখানের দায়িত্ব নিয়েছে। তারপর চা বাগানের শ্রমিকদের সাথে বসে কথা বলেছেন বিধায়ক।
তিনি তাদেরকে আশ্বস্ত করেন চা বাগানের শ্রমিকরা আগের মতো কাজ করতে পরবেন। কিন্তু তাতেও শ্রমিকরা মানছেন না। তাদেরকে পেছন থেকে সি পি আই এম দল ইন্ধন যোগাচ্ছে বলে বিধায়ক অভিমত ব্যক্ত করেন।