ধর্মের নামে বজ্জাতি, নন্দননগরে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের পথ অবরোধ ঘিরে উত্তেজনা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ জুলাই।। বর্তমান সময়ের নতুন সুরসুরি ধর্মীয় বিবাদ। এই বিবাদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন অংশে এই দুই গোষ্ঠীর লোকেদের মধ্যে লেগে রয়েছে নানান ধর্মীয় বিবাদ। আর এই সুরসুরি এখন যেন রাজ্যের হাওয়াতেও মিশ্রণ ঘটাচ্ছে।

জানা যায় নন্দনগর সেন পাড়ায় গতকাল বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে মুসলিমদের একটি কবরস্থান দখল করা হয়েছিল। এমনটাই অভিযোগ করেন এলাকাবাসী বলে। তারই প্রতিবাদে মঙ্গলবার  সেনপাড়ার মুসলিম সমাজ রাস্তা অবরোধ করে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

এদিন এক এলাকাবাসী সংবাদমাধ্যমের সামনে নিজেদের দাবি তুলে ধরতে গিয়ে বলেন প্রশাসনিকভাবে কবরস্থানটিকে তাদের জন্য বরাদ্দ করিয়ে দেওয়া হয় অন্য কোন গোষ্ঠীর লোক যেন বেআইনিভাবে কবরস্থানটিকে দখল যেন না করতে পারে। তাছাড়া তাদের কবরস্থান থেকে মন্দিরটি তুলে দেওয়া হোক তার দাবিও রাখেন।

এদিনের ঘটনাকে উত্তপ্ত করার লক্ষ্যে মুসলিম সম্প্রদায়ের লোকজন যখন রাস্তা অবরোধ করে বসে থাকে তখন কিছু লোকজন এসে স্লোগান দিতে থাকে জয় শ্রীরাম বলে।

ঘটনাস্থলে পুলিশ এসে  তাদেরকে তাড়িয়ে দেয়। এদিনের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরে অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেয়া হয়।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?