স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ৫ জুলাই।। পথ দুর্ঘটনায় মৃত্যু হল আশিস দে (৬০) নামে এক ব্যক্তির। ঘটনা বিলোনিয়া শহরের কলেজ স্কয়ার এলাকায়। মৃত আশীষ দের বাড়ি শহরের সাতমুড়া কালিবাড়ি সংলগ্ন এলাকায়।
পেশায় একজন ঠেলা রিক্সাচালক। ঘটনায় এলাকা সহ গোটা বিলোনিয়ায় শোকের ছায়া। ঘটনার বিবরণে জানা যায় প্রতিদিনের মতো কাজ সেরে নিজের ঠেলারিক্সা নিয়ে বাড়ি ফিরছিল আশিস দে ।
সাড়াসীমা থেকে কলেজ স্কয়ারের দিকে আসার পথে পেছন দিক থেকে একটি গাড়ি দ্রুত গতিতে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে একটি পাঞ্জাব বডি গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে দমকল কর্মীরা দ্রুত ছুটে গিয়ে কলেজ স্কয়ার থেকে দেহ তুলে বিলোনিয়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
ঘাতক গাড়িটিকে খুঁজতে শুরু হয়েছে পুলিশি অভিযান। এখন দেখার বিষয় পুলিশ ঘাতক গাড়ি সহ চালককে আটক করতে সক্ষম হয় কিনা।