স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ জুলাই।। রঙ্গ মোহন রায়, সমগ্র ত্রিপুরাবাসীর নিকট যিনি রঙ্গ দারোগা হিসাবে পরিচিত। রঙ্গ দারোগা ছিলেন একজন সত্যনিষ্ঠ, ন্যায়পরায়ণ, নির্ভীক এবং পরিশ্রমী ব্যক্তি।
অপরাধীরা উনার নাম শুনলেই একটা সময়ে ভয়ে ছুটে পলায়ন করতো। মঙ্গলবার সকাল পৌণে ছয়টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাপানিয়া হাসপাতালে।
তাঁর প্রয়াণে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সোশাল মিডিয়ায় পোস্ট করে বলেন, ‘রঙ্গ দারোগা’ গোটা ত্রিপুরার কাছে একটি অনুপ্রেরণার নাম।
গতকালও উনার ছেলের কাছে উনার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছিলাম। আজ তাঁর প্রয়ানে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হবার নয়। বারবার আমার কলেজ জীবনের কথা মনে পড়ছে, আমাদের কাছে ‘রঙ্গ দারোগা’ মানেই একজন নিষ্ঠাবান, সৎ, পরিশ্রমী ব্যাক্তি।
যেখানেই অন্যায় কিছু হতো তিনি সেখানেই স্বশরীরে হাজির হতেন। মনে পড়ে সিনেমা হলে যখন আমরা কলেজ পড়ুয়ারা ভীড় জমাতাম, এই একটা নাম শুনলেই ভয়ে দলছুট হয়ে যেতো সবাই। আপনি মহিয়সী ব্যাক্তি, আপনার তুলনা আপনি নিজেই। আপনি সবসময় আমাদের হৃদয়ে থাকবেন।
তাঁর প্রয়াণে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি প্রয়াতের বাড়িতে গিয়ে প্রয়াত রঙ্গ দারোগাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়াও রাজধানী আগরতলা শহরের অনেক প্রবীণ নাগরিক রঙ্গ দারোগার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন এবং স্মৃতির রোমন্থন করেছেন।