বিশেষভাবে সক্ষম নাগরিকদের জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে : প্রতিমন্ত্রী প্রতিমা

স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ৫ জুলাই।। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক থেকে দেশের বিশেষভাবে সক্ষম নাগরিকদের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি নেওয়া হয়েছে। এসব কর্মসূচির সুফল রাজ্যের সর্বত্র পৌঁছে দেওয়া হচ্ছে।

আজ বিলোনীয়ার শচীন দেববর্মা অডিটোরিয়ামে দিব্যাঙ্গজনদের এক সমীক্ষা শিবিরের উদ্বোধন করে একথা বলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।

উল্লেখ্য, দক্ষিণ ত্রিপুরা জেলায় ১টি স্থানে ১২দিনব্যাপী এ ধরনের শিবির অনুষ্ঠিত হবে। আজ বিলোনীয়ার শচীন দেববর্মণ অডিটোরিয়ামে এই শিবিরের উদ্বোধনের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হলো। আজকের শিবিরে বিলোনীয়া পুর এলাকা ও ভারতচন্দ্রনগর ব্লকের দিব্যাঙ্গজন ও ৬০ ঊর্ধ্ব নাগরিকদের শারীরিক পর্যবেক্ষণ করা হয়।

তাদেরকে বিশেষ সহায়ক সামগ্রী প্রদানের জন্যই এ ধরনের শিবিরের আয়োজন করা হচ্ছে। রাষ্ট্রীয় বয়শ্রী যোজনা ও এডিআইপি প্রকল্পে এই শিবিরগুলি অনুষ্ঠিত হচ্ছে। শিবিরের উদ্বোধন করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষভাবে সক্ষম নাগরিকদের সম্মান প্রদর্শনে দিব্যাঙ্গজন নামকরণ করেছেন।

২০১০ ১১ সালের লোকগণনা অনুযায়ী দেশে ২ কোটি ৬৮ লক্ষ ও রাজ্যে ৮৩ হাজার দিব্যাঙ্গজন নাগরিক রয়েছেন। তিনি বলেন, আগে ৭ ধরনের শারীরিক প্রতিবন্ধকতার জন্য শংসাপত্র দেওয়া হতো। এখন ২১টি শারীরিক প্রতিবন্ধকতার জন্য শংসাপত্র দেওয়া হয়। আজকের শিবিরে যারা যোগ্য দিব্যাঙ্গজন হিসেবে বিবেচিত হবেন তাদেরকে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে চলন ও সহায়ক সামগ্রী দেওয়া হবে।

শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত, বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, বিলোনীয়া পুরপরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, জেলাশাসক সাজু বাহিদ এ প্রমুখ।দিব্যাঙ্গজনদের সমীক্ষা শিবিরের উদ্বোধনের আগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আজ বিলোনীয়ায় সখি ওয়ান স্টপ সেন্টারের নবনির্মিত দ্বিতল ভবনের দ্বারোদঘাটন করেন।

এই সেন্টারটি নির্মাণে ব্যয় হয়েছে ৪০ লক্ষ টাকা। সেন্টার উদ্বোধনের পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতি ভৌমিক আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সাথে মতবিনিময় করেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?