স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৫ জুলাই।। মঙ্গলবার দুপুরে উদয়পুর প্রদেশ কংগ্রেস অফিসে কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। কংগ্রেস নেতা আশীষ কুমার সাহার নেতৃত্বে এক প্রতিনিধি দল উদয়পুর সফরে আসেন।
প্রথমে উদয়পুর কংগ্রেস ভবনে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে উনি জানান রাজ্যে গত কিছুদিন আগে উপনির্বাচন হয়েছিল চারটি কেন্দ্রে, উপ নির্বাচনের ফল ঘোষণার হওয়ার পর কংগ্রেস দলের সমর্থকদের উপর যে ভাবে আক্রমণ হয়েছে তাদের পরিবার এবং আক্রান্তদের সাথে কথা বলতে আজকে উদয়পুরে আসা।
মঙ্গলবার উদয়পুর সফরে ছিলেন প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা, কংগ্রেসের মুখপাত্র প্রশান্ত ভট্টাচার্য, প্রশান্ত চৌধুরী সহ বেশ কয়েকজন নেতৃত্ব।
পরে উদয়পুর কংগ্রেস ভবন থেকে ছুটে চলে যায় কাকড়াবনে গিয়ে আক্রান্ত কাঁকড়াবন ব্লক কংগ্রেস সভাপতি নিত্য গোপাল সাহা বাড়িতে এবং উনার দোকানও পরিদর্শন করেন। নিত্য গোপন সাহার সাথে কথা বলে তাদের পরিবারের লোকজনদের সমবেদনা যাপন করেন আশীষ সাহা সহ নেতৃত্বরা।
পাশাপাশি রাজ্য সরকারের কাছে আবেদন করা হবে যে সমস্ত কর্মীর পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সরকারি সাহায্য প্রদান করার।